ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুমকিতে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
দুমকিতে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা 

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. আল ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হলপট্রি পদ্মা ব্যাংক সংলগ্ন ৪০০ গজ এর মধ্যে ১৪৪ ধারা বহাল থাকবে। এসময়ের মধ্যে ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষার্থে সব ধরনের সভা-সমাবেশ,
মিটিং, মিছিল ও গণজামায়েত নিষিদ্ধ ঘোষণা করা হলো।  
এ আদেশ অবমাননা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।