ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাড়াশে চেক জালিয়াতির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
তাড়াশে চেক জালিয়াতির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুল ইসলাম শান্ত নইমুদ্দিন আকন্দের ছেলে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রফিকুল ইসলাম শান্তকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত সরকার।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শান্তর বিরুদ্ধে বগুড়ার একটি চেক জালিয়াতি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।