ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তেলের দাম ৫ টাকা কমানো ‘গরু মেরে জুতা দান’:মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
তেলের দাম ৫ টাকা কমানো ‘গরু মেরে জুতা দান’:মান্না ফাইল ছবি

ঢাকা: জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোকে 'গরু মেরে জুতা দান' বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৯ আগস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি।

সাবেক এই ডাকসু ভিপি বলেন, সোমবার রাত ১টার পর থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে কমাচ্ছে সরকার।

জনগণের ক্রয়ক্ষমতাকে বিবেচনা না করে গত ৬ আগস্ট ৮৯ টাকার অকটেনে ৪৬ টাকা, ৮৭ টাকার পেট্রোলে ৪৪ টাকা, ৮০ টাকার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা দাম বাড়ায় সরকার। প্রতি লিটারে ৫০ শতাংশেরও বেশি দাম বাড়িয়ে আজ প্রায় ৩% দাম কমানোর ঘোষণা করেছে জুলুমবাজ সরকার।

এটি নিছক প্রতারক ব্যবসায়ীদের ৪০ টাকা দাম বাড়িয়ে ৫ টাকা ডিসকাউন্ট দেওয়ার মতো করেছে তারা। যা গরু মেরে জুতোদান ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, জনগণের জন্য ভর্তুকি না বাড়িয়ে সরকারি প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করাতে চায় সরকার। এটি জনগণের সঙ্গে নিছক তামাশা। এর কারণ সরকারের হাতে টাকা নেই, প্রয়োজনীয় কিছু কেনার যথেষ্ট ডলার নেই। জোর করে ক্ষমতা দখল করে দুর্নীতি, লুটপাট করে আজ দেশকে বড় অর্থসঙ্কটে ফেলে দিয়েছে সরকার।

জনগণ বলছে, সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে দেশকে শ্রীলঙ্কার পথে নিয়ে এসেছে সরকার বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের এই গরু মেরে জুতাদানে নাগরিক ঐক্য তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং নিন্দা জানাচ্ছি। জনগণকে সংহত করে এই ফ্যাসিস্ট সরকারের পতনের গণতান্ত্রিক আন্দোলনে নাগরিক ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সাবেক এই ছাত্রনেতা।

সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০২২
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।