ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াতের মান-অভিমান ওপরে, ভেতরে গলায় গলায় ভাব’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
‘বিএনপি-জামায়াতের মান-অভিমান ওপরে, ভেতরে গলায় গলায় ভাব’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা:  বিএনপি-জামায়াতে ইসলামীর মান-অভিমান ওপরে তবে ভেতরে এই দুটি দলের গলায় গলায় ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

 

গুম-খুন ইস্যুতে বিএনপি মহাসচিবের সরকারের বিচার দাবি করেছেন।  এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, কার বিচার করবেন? আপনাদের অনেকেরই বিচার বাকি রয়ে গেছে। আদালত, প্রচলিত আদালত না। ইতিহাসের আদালত, জনতার আদালতও আছে। কত হাজার আওয়ামী লীগ কর্মীকে জবাই করেছেন। কত নারী সম্ভ্রম হারিয়েছে। ভুলে গেছেন? শাহ এসএম কিবরিয়া, শামসুর রহমান এভাবে কতজনকে হত্যা করেছেন? এগুলোর বিচার হবে না? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? সত্যি যদি কোন লোক গুম হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভয়কে যারা জয় করতে জানে না তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা কাপুরুষ। ভয়কে জয় করতে শিখুন। তেরো বছর ধরে আন্দোলন করতেছেন জনগণের সাড়া নেই। এখন নেতাকর্মীদের মাঠে নামিয়েছেন। নিজেদের মধ্যে মারামারি করছেন। এসব ঘটনা আমরা দেখছি।

তিনি বলেন, অপেক্ষা করুন। নির্বাচনে আসুন। নির্বাচনে প্রতিদ্বন্দি্বতা করুন। কার কত ভোট আছে, কেমন জনপ্রিয়তা তা বোঝা যাবে। শেখ হাসিনা তেলের দাম কমিয়ে দিয়েছেন। পৃথিবীতে এরকম নজির নেই। ধন্যবাদ না দিয়ে উল্টো কটূক্তি করছেন।  

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্-ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও কৃষক লীগের সাধারণ সম্পাক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২ 
এসকেবি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।