ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোনো ষড়যন্ত্রে মাথানত করবে না জাতীয় পার্টি: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
কোনো ষড়যন্ত্রে মাথানত করবে না জাতীয় পার্টি: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কোনো ষড়যন্ত্রে মাথা নত করবে না তার দল। সব ষড়যন্ত্র উপেক্ষা করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)  দুপুরে রাজধানীর বনানীস্তে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি জাপা মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন যে কোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই দলের ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না।

জাপা মহাসচিবকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান মাহমুদ, হেনা খান, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, শফিকুল ইসলাম শফিক, শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, এইচ এম শাহরিয়ার আসিফ, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মো. হেলাল উদ্দিন, মো. হুমায়ন খান, এনাম জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, লিয়াকত হোসেন চাকলাদার, মাহমুদুর রহমান মুন্নি, সুমন আশরাফ, সম্পাদক মণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, আহাদ ইউ চৌধুরী শাহীন, এস এম আল জুবায়ের, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য মজিবুর রহমান মুজিব, সালাহ উদ্দিন, আজহারুল ইসলাম সরকার, জাকির হোসেন মৃধা, এস এম সুবহান, আক্তার হোসেন দেওয়ান, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, মীর সামছুল আলম লিপটন, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, ফজলে এলাহী সোহাগ, এয়ার আহমেদ সেলিম, আব্দুস সাত্তার, আলাউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম সরদার, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, আলমগীর হোসেন, ওমর আলী খান মান্নাফ, জিয়াউর রহমান বিপুল, এ এন এম রফিকুল ইসলাম সেলিম, জহিরুল ইসলাম মিন্টু, মখলেছুর রহমান বস্তু, মেহেদী হাসান শিপন, জামাল হোসেন, সোলায়মান সামি, আনোয়ার হোসেন আনু, রাশেদ নিজাম, আবু সাদেক বাদল, মিনি খান, খুররম ভূঁইয়া, মিথিলা রোয়াজা, ইলোরা ইয়াসমিন, মেহেরুন্নেসা হিয়া, শিশির আজম, জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, জাতীয় ছাত্র সমাজজের সাধারণ সম্পাদক আল মামুন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।