ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার কমিটি ঘোষণা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন সদর উপজেলা, সদর পৌর, সরকারি বঙ্গবন্ধু কলেজ ও সাতপাড় সরকারি নজরুল কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াজুল ইসলামকে (রিয়াজ) আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. রিফাত সরদার, ইয়াছিন মোল্লা, রানা মোল্লা, এম এম জুবায়ের আহমেদ, নাজমুল সরদার, শাহিন মোল্লা, মো. ইজাজুল হক মোল্লা, সালমান খুরশিদ বাবু, সৌরেন মণ্ডল, সদস্য তানভীর আলম নাহিদ, মেহেদী হাসান, মো. রিপন কাজী, আব্দুর রহমান, মানিক ফকির, শাহ আলম ফকির, মাহাবুব আলম রুমান, সালাউদ্দিন মোল্লা, সুশান্ত কুমার বিশ্বাস, তামিম ইসলাম, সাব্বির হোসেন অপু, ফুয়াদ হাসান খান, রেয়াজুল করিম, দ্বীন ইসলাম, সাদমান সাকিব শুভ।

মো. আরিফুল ইসলাম তারেক আহ্বায়ক করে গোপালগঞ্জ সদর পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।  

এ কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. শামিম আহমেদ, রাশেদুল আলম খান, আবির হোসেন প্রান্ত, নাফিজুর রহমান, শেখ রাকিবুল ইসলাম রাবিদ, ইমরান খান, মো. ওসমান গনি মোল্যা, ইসমাইল হোসেন তুরান, আশরাফুল আলম দিপু, মো. মঈনুল ইসলাম, মেহেদি হাসান জুভীন মুস্তাফা, শাহজ্জামান ইমন, মো. বদরুল আলম, তরিকুল ইসলাম, সদস্য সাজ্জাদ, মো. শাকিল হোসেন দাড়িয়া, মো. হোসেন সিকদার, জিহাদ বিশ্বাস, নাসিম শেখ, তামিম মোল্লা, তমাল শেখ, হিমেণ আহম্মেদ, হোসেন সিকদার।

দিদারুল ইসলামকে আহ্বায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

এই কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ মোল্লা, মো. সোহেল মোল্লা, আতাউর রহমান, মো. শামীম, মো. আবিদ হাসান নাঈম, সাব্বির মোল্লা, কাজী মেহেদী হাসান, তরিক হাচান, এস এম আজমুন মারুফ ইভান, সদস্য ইমন হোসেন, কে এম আল-মামুন মুন্না, শাকিল হোসেন, এম এম আলিফ আহম্মেদ, মো. আজিজ, মির্জা আজিজ আমিরুদ্দিন, ইছা চৌধুরী, রনি মোল্যা ইমাম, বাঁধন শেখ, শোভন কাজী, রোহান মোল্যা, আব্দুল হামজা শেখ, ফাদলিল হাসান আলিফ, সাগর আহম্মেদ সোহান, কাজী নাদিম হোসেন অপু, মো. বাপ্পি কাজী ও মুন্সী নবাব।

এছাড়া অজয় বিশ্বাসকে সভাপতি ও মো. লিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে সরকারি নজরুল কলেজ, সাতপাড় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।  

এ কমিটির মেয়াদ এক বছর হলেও আহ্বায়ক কমিটিগুলো মেয়াদ তিনমাস। আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।