ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন অসহনীয়: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন অসহনীয়: গণফোরাম

ঢাকা: গণফোরামের একাংশের নেতারা বলেছেন, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জনজীবন অসহনীয় করে তুলেছে। এর অন্যতম কারণ হঠাৎ জ্বালানি তেলের প্রায় ৫০ শতাংশ মূল্যবৃদ্ধি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ গণফোরাম কেন্দ্রীয় কমিটির বৈঠকে তারা এসব কথা বলেন।

নেতারা বলেন, দুর্নীতি-দুঃশাসন, অর্থপাচার, গুম-খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অরাজকতায় মুক্তিযুদ্ধের অঙ্গিকার সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার ভূলুণ্ঠিত। গণফোরাম মুক্তিযুদ্ধের অঙ্গিকার বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

গণফোরাম সভাপতি পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাসিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- গণফোরাম সভাপতি পরিষদের সদস্য আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, মো. হাবিবুর রহমান বুলু, মো. আমিনুল ইসলাম, মশিউর রহমান বাবুল, রিয়াদ হোসেন, শেখ শহিদুল ইসলাম, আনোয়ার ইবরাহীম, নকিব আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।