ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কৃষকদলের কুষ্টিয়া-রাঙামাটি জেলার আংশিক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
কৃষকদলের কুষ্টিয়া-রাঙামাটি জেলার আংশিক কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে মো. আরিফুর রহমান সুমনকে আহ্বায়ক, মো. আমজাদ হোসেন বিদ্যুতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ (সহকারী অধ্যাপক), মো. হেলাল উদ্দিন (সুমন) ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলামকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে সভাপতি, মো. হানিফকে সিনিয়র সহ-সভাপতি, রবিউল হোসেন বাবলুকে সাধারণ সম্পাদক, মো. আলাউদ্দিনকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও প্রিয়তোষ দেওয়ানকে সাংগঠনিক সম্পাদক করে রাঙামাটি জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

 

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল দুটি কমিটি অনুমোদন করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।