ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদার কথায়: আমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদার কথায়: আমান

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে, অন্য কারো কথায় নয়। ’

শনিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, লোডশেডিং বন্ধ করা এবং দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বিএনপির কর্মসূচিতে পাঁচ নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ’

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। রাজপথে ফয়সালা হবে। বিএনপির নেতাকর্মীদের পাঁচজন এরই মধ্যে রক্ত দিয়েছেন। মৃত্যুর পূর্বমুহূর্তে তারা বলে গেছেন, আমাদের রক্তের ঋণ তখনই শোধ হবে, যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। পাঁচজন কেন, যদি ৫ হাজার জনকেও শহীদ হতে হয়; এই দেশে শেখ হাসিনা সরকারের অধীন কোনো জাতীয় নির্বাচন হবে না। ’

সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে আমান বলেন, ‘আপনারা প্রস্তুতি নিন, কর্মসূচি আসছে। কাঁচপুর, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—আমরা বললে সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন। আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। এর বাইরে কারো কথায় দেশ চলবে না। এই সরকারের বিদায় ঘটিয়ে তবেই আমরা ঘরে ফিরব। ’

ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির, মহানগর উত্তরের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।