ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
প্রধানমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট নেই

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই।  

এজন্য জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

 

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া। আর তাই ভুয়া আইডির ভুয়া পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এনবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।