ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ নভেম্বর বরিশালে জাগরণ ঘটবে: সরোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
৫ নভেম্বর বরিশালে জাগরণ ঘটবে: সরোয়ার

বরিশাল: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই স্বাধীনতার মূল বিষয় হচ্ছে গণতন্ত্র।

কিন্তু এ সরকার গণতন্ত্র চর্চা করতে দিচ্ছে না, মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের কাউনিয়াস্থ বাসভবনে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরোয়ার বলেন, মিটিং, মিছিল, সমাবেশে বিভিন্নভাবে হামলা করছে ক্ষমতাসীনরা। তার মধ্য দিয়ে গণমানুষের একটি স্রোত তৈরি হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। আমরা জানি স্বাধীনতা পাওয়াটা যত সহজ, টিকিয়ে রাখা তত কঠিন। নুরে আলমসহ আজ যারা প্রাণ দিয়েছেন তারা স্বাধীনতা রক্ষার জন্য পথ তৈরি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য সারাদেশের মানুষের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। বরিশালেও আগামী ৫ নভেম্বর জাগরণ ঘটবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।