ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে সমাবেশের মাঠ চেয়ে আবেদন বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
বরিশালে সমাবেশের মাঠ চেয়ে আবেদন বিএনপির

বরিশাল: আগামী ৫ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন দিয়েছে বিএনপি।

রোববার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি বাংলানিউজকে জানান, আমরা সমাবেশ করার জন্য নগরের বেলস্ পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) এর মাঠটি চেয়েছি। এজন্য আজ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও দিয়েছি। তবে তিনি না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেটি বুঝে নেন, আমাদের রিসিভ কপিও দিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সঙ্গে কথা বলে অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপি বিভাগীয় সমাবেশে জনস্রোত ঘটবে। আশা করছি নেতা-কর্মীদের পাশাপাশি জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সমাবেশ শেষ হবে।

আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।