ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গু আক্রান্ত হয়ে চৌহালী উপজেলা আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
ডেঙ্গু আক্রান্ত হয়ে চৌহালী উপজেলা আ.লীগ নেতার মৃত্যু মাসুদ রানা

সিরাজগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আওয়ামী  লীগ নেতা মাসুদ রানা (২৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

 

মাসুদ জেলার চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি জাজুরিয়া গ্রামের সামছুল হক শেখের ছেলে।  

ঘোড়জান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রমজান আলী বাংলানিউজকে জানান, গত ১৬ অক্টোবর মাসুদ রানা তার শরীরে হঠাৎ জ্বর ও ব্যথা অনুভব করে। ১৮ অক্টোবর চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নয়দিন চিকিৎসাধীন নেওয়ার পর বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চরজাজুরিয়া মাদরাসা মাঠে মাসুদের জানাজা শেষে খাষশাহজানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘন্টা, অক্টোবর ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।