ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৮ বছর পর তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
৮ বছর পর তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

বরগুনা: দীর্ঘ ৮ বছর পর বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ ২০১৪ সালের ২১ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।  

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল- কবির জোমাদ্দারের সভাপিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।  

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাব রব্বানী চিনু। সম্মেলনের উদ্বোধন করবেন বরগুনা জেলা আওয়মী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।  

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠান সঞ্চালনা করবেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু।

তৌফিকুজ্জামান তনু জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরপরও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলনটি সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।