ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি 

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল।

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি নেতাকর্মীরা বলেন আমরা সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে তারা বৈঠকের ছিলেন।  

বৈঠক শেষে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চাই।  

শান্তিপূর্ণ সমাবেশ করা হবে এমনটা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয় সে বিষয়েও ডিএমপি কনিশনারের কাছে জানানো হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ডিএমপি কমিশনারের কাছে আমাদের বেশ কিছু অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং গ্রেফতার আতঙ্কসহ বিভিন্ন সংকটের বিষয়ে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।