ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্রহীন বাংলাদেশের নামফলক স্থাপন করেছে আ.লীগ: তাসমিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
গণতন্ত্রহীন বাংলাদেশের নামফলক স্থাপন করেছে আ.লীগ: তাসমিয়া

ঢাকা: গণতন্ত্রহীন বাংলাদেশের নামফলক আওয়ামী লীগই স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।  

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তত বারই আঘাত এসেছে লাখো শহীদদের রক্তে কেনা স্বাধীন ভূখণ্ডের ওপর।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত ‘মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী দিবসে ‘গণতন্ত্র ফিরিয়ে দাও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার (বাংলাদেশের) মহান স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, দেশের বর্তমান সংকটে ভাসানীর অভাব দেশবাসী অনুভব করছে। আজ দেশের এই ভয়াবহ সংকট মোকাবিলায় একদিকে মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম শফিউল আলম প্রধানদের শূন্যতা অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে। তাই দেশে নিদারুণ নেতৃত্বের সংকট দেখা দিয়েছে।

সরকারের উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন, দেশ ও জনগণ এমন, যেমনটা দেহ এবং মাথা সম্পর্ক। তাই জনগণের প্রয়োজনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূণরায় সংশোধনী আনতে হবে। জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিন। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আপনারা (আওয়ামী লীগ) দায়ী থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা রিয়াজ রহমান, মো. সানি, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আক্তার হোসেন, জাগপা ছাত্রলীগের বেলাল হোসেন, রিয়াজ উদ্দিন প্রমুখ।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৬তম ওফাত দিবস উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন জাগপার নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।