ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
জাতীয় পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকাস্থ নেতাদের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) সমন্বয় সভা অনুষ্ঠিত।  

শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, সব অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এবং ঢাকায় অবস্থানরত জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু।  

সমন্বয় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার বিষয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।  

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঞা, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, মোবারক হোসেন আজাদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ফকরুল আহসান শাহজাদা, একেএম আশরাফুজ্জান খান, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মো. হুমায়ুন খান, সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান, আবু জায়েদ আল মাহমুদ (মাখন) সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, শাহদাৎ কবির চৌধুরী, আহাদ ইউ চৌধুরী শাহিন, মিজানুর রহমান মিরু, জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, মো. আজহারুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, মো. দ্বীন ইসলাম শেখ, মো. শাহজাহান কবীর, মো. শহিদ হোসেন সেন্টু, শাহনাজ পারভীন, ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন আহমেদ, শেখ সারোয়ার, জিয়াউর রহমান বিপুল, আজিজুল হুদা চৌধুরী সুমন, আরিফুল ইসলাম রুবেল, মোখলেছুর রহমান বস্তু, আবু ওয়াহাব, শাহিন আরা সুলতানা, ইলোরা চৌধুরী, আবুল হাসেম, আছাদুল হক, শ্রমিক নেতা তসলিম উদ্দিন সাগর, আঞ্জু বেগম, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্র নেতা মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, নাজমুল হাসান রেজা, মো. ইউসুফ, আল আমিন সরকার, জুবায়ের আহমেদ, মোস্তফা সুমন, আল মোমেন সেতু, মোটর শ্রমিক নেতা মেহেদী হাসান শিপন, আব্দুর রহিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।