ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা জাপার সা. সম্পাদকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
গাংনী উপজেলা জাপার সা. সম্পাদকের কারাদণ্ড

মেহেরপুর: মারামারি মামলায় গাংনী উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক জান মহাম্মদ ওরফে মিন্টুকে (৩৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ রায় দেন।  

দণ্ডিত জান মহাম্মদ ওরফে মিন্টু গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আব্দুল গণির ছেলে ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক।

জানা গেছে, গাংনীর চেংগাড়া গ্রামের ঈদগাহ কমিটি গঠন নিয়ে ২০১৪ সালে চেংগাড়া বাজারের ওপর প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে জান মহাম্মদ ওরফে মিন্টুকে ১ নম্বর আসামি করে আটজনের নামে একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। মামলার পাঁচজন আসামি জামিনে মুক্ত হলেও মিন্টুসহ তিনজন আসামি জামিন নেননি। পলাতক থাকায় আদালতে এই তিন আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় ৩২৬ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১ নম্বর আসামি মিন্টুকে রোববার ওই দণ্ড দেওয়া হয়।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন ও রাস্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাথি বোস মিরা।

উল্লেখ্য, জান মহাম্মদ ওরফে মিন্টুর বিরুদ্ধে অপহরণ, চুরি, ডাকাতিসহ হাফ ডজ্জন মামলা রয়েছে বলে থানা সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।