ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৮ বছর পর ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
২৮ বছর পর ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনায় দীর্ঘ ২৮ বছর পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।  

রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নাজিউর রহমান তালেবকে আহ্বায়ক ও ইকবাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

এর আগে, দুপুরে একই জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২২ উপলক্ষে বর্ধিত সভা ও কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।  

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম শিকদার জয় এই সভার উদ্বোধন করেন।  

ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির মুনীর।  

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. আক্তারুজ্জামান খান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ।  

এতে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।