ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: বাবলা জিএম  কাদের

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান  ও বিরোধীদলীয় উপনেতা জিএম  কাদের এমপি দেশ ও মানুষের অধিকাররে প্রশ্নে সর্বদা সোচ্চার। তিনি দেশ ও মানুষের নেতা।

তাই জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বিজয়নগর প্রধান সড়কে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ কের, তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে একটি রাজনৈতিক দলের নেতার কণ্ঠরোধ করার অপচেষ্টা নজিরবিহীন। দেশের মানুষ জিএম কাদেরের কথা শুনতে চায়, দেশের মানুষ তাঁর নেতৃত্ব গ্রহণ করেছে। এতে হতাশ হয়ে দল থেকে বহিস্কৃত এবং অর্বাচীন কিছু মানুষ জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।  তিনি বলেন, আদালতের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা বিশ্বাস করি আদালত মিথ্যা ও মামলা খারিজ করে দেবেন। আমাদের নেতা জিএম কাদের আবারও মুক্তভাবে দেশ ও মানুষের কথা বলবেন।  

তিনি বলেন, আগামী দিনে গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করবে।  

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি- শেরীফা কাদের এমপি বলেন, জাতীয় পার্টি হচ্ছে সুশৃঙ্খল ও আদর্শবাদী রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টির শৃঙ্খলা কখনোই দুর্বলতা নয়। তিনি বলেন, হাজার হাজার মানুষের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রমাণ করে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক দল। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।  

এ সময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন, রাজনীতিতে হামলা, মামলা ও ষড়যন্ত্র নতুন কিছু নয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে যে অপশক্তি ষড়যন্ত্র করেছে তারা এখন আবার সক্রিয় হয়েছে।  

তিনি বলেন, জিএম কাদের কোনো ঠুনকো রাজনীতিবিদ নয়, ষড়যন্ত্র করে জিএম কাদেরের পথচলা স্তব্ধ করা যাবে না। সারাদেশে জিএম কাদের এর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।  

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য-এস এম আব্দুল মান্নান বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি টিকে থাকবে।  

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য-মীর আবদুস সবুর আসুদ বলেন, বর্তমান সরকারের অপরাজনীতির প্রধান সমালোচক হচ্ছেন জিএম কাদের। তাই জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।  

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেন, জিএম কাদের হচ্ছেন গণমানুষের নেতা। সাধারণ মানুষের মধ্যে সব চেয়ে জনপ্রিয় নেতা।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।