ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ক্ষমতাসীনরা ব্যর্থ: চরমোনাই পীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ক্ষমতাসীনরা ব্যর্থ: চরমোনাই পীর 

বরিশাল: ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর ৫১ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে।

শ‌নিবার (২৬ নভেম্বর) ঐতিহাসিক চরমোনাই মাহফিল স্টেজে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, যারা জনগণের ভাষা বুঝতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বাংলাদেশের সব স্তরের ওলামায়ে কেরাম ও সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।  

সম্মেলনে উপস্থিতরা চরমোনাই পী‌রের নেতৃত্বে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার দীপ্ত শপথ নেন। এ সময় তারা দেশের সব ওলামায়ে কেরামকে দেশ ও জাতির জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ওলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।  

সম্মেলন সঞ্চালনা করেন মাওলানা আহমাদ আব্দুল কাইউম, মাওলানা লোকমান হোসাইন জাফরী ও মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

এর আগে সকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনের সভাপতিত্বে যুব জমায়েত এবং বিকেলে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের জমায়েত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।