ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকার সহযোগিতা দেবে: তৌফিক-ই-ইলাহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

ঢাকা : নবায়ণযোগ্য ও সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে গ্রামের কৃষকদের কাছে কেউ যদি পৌঁছাতে চায়, তাহলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল অ্যানার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় দেশ হওয়া সত্বেও চলমান বিদ্যুৎ ঘাটতির কারণে সকল প্রকার উৎপাদন ও উন্নয়ন ব্যহত হচ্ছে। এখন পর্যন্ত দেশের মাত্র ৪০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতাভূক্ত। আর গ্রামাঞ্চলের ১৫ লাখ বাড়িতে প্রায় ১ কোটি মানুষের সেবা পৌঁছে দিচ্ছে সৌরবিদ্যুৎ। তাই সরকার নবায়ণযোগ্য সৌরবিদ্যুৎ ব্যবহারের পক্ষে। ’

তিনি বলেন, ‘সরকার আইটিসির মাধ্যমে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে। যার মাধ্যমে এ সেক্টরে সম্পৃক্ত হতে আগ্রহীরা বিভিন্ন সংস্থা থেকে সহজ ঋণ পেতে পারেন। ’

সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাহিদা অনুসারে উৎপাদন কম হওয়ায় অনেকেই এ সুযোগে বেশি দাম নিচ্ছে। ’

আরেক প্রশ্নের উত্তরে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটা নির্ধারিত মূল্য ঠিক করে সৌরবিদ্যুৎ সংযোগ দেওয়া যেতে পারে। এ ব্যাপারেও সরকারের চিন্তাভাবনা আছে। ’

বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল অ্যানার্জি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ রেগুলটরি কমিশনের চেয়ারম্যান ইউসুফ হোসাইন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এমআই খান ও সংগঠনের সহ-সভাপতি মোনাবার মেজবা মঈন প্রমুখ।

বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
শফিকুল ইসলাম
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।