ঢাকা: পল্লী বিদ্যুতের অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে এসংক্রান্ত একটি ১০ বছর মেয়াদি চুক্তির করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যায়লয় কর্তৃপক্ষ।
সোমবার পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২২ দশমকি শূন্য ৪ শতাংশ জমির উপর একটি ২৫ এমভিএ ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে কি না এ বিষয়ে মতামত দেওয়ার জন্য পরিবেশ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রাথমিকভাবে ১০ বছরের জন্য চুক্তি করা হবে। শর্ত অনুযায়ী ১০ বছর পর উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তিটি নবায়ন করা যাবে।
বাংলাদেশ সময় : ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর