ঢাকা: কিউ শ্রেণীর বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম সংস্থা ভেদে ৮ দশমিক ১০ টাকা থেকে ৯ দশমিক ৭০ টাকা করা নির্ধারন করেছে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)।
সোমবার গ্রাহক পর্যায়ে দাম প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একই সঙ্গে এই আদেশ দেন কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।
বিদ্যুতের বিতরণকারী পাঁচটি সংস্থার মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৩২ কেভি লাইনে ৮ দশমিক ১০ টাকা, ৩৩ কেভিতে ৮ দশমিক ৬৭ টাকা, ১১ কেভিতে ৯দশমিক ২১টাকা।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ৩৩ কেভিতে ৯ দশমিক ১৬ টাকা, ১১ কেভিতে ৯ দশমিক ৭০টাকা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৩৩ কেভিতে ৮ দশমিক ৯৯ টাকা, ১১ কেভিতে ৯দশমিক৫৩ টাকা।
ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১৩২ কেভিতে ৭ দশমিক ৯৫ টাকা, ৩৩ কেভিতে ৮ দশমিক ৫২ টাকা, ১১ কেভিতে ৯ দশমিক ০৬ টাকা।
ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৩৩ কেভিতে ৮ দশমিক ৫৯ টাকা, ১১ কেভিতে ৯ দশমিক ১৩ টাকা।
বিইআরসি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ ও প্রকৌশলী ইমদাদুল হক।
উল্রেখ্য ১৫ এপ্রিল তারিখে পিডিবি কিউ শ্রেণীর গ্রাহক অনুমোদনের জন্য আবেদন করে বিইআরসিতে। পিডিবির প্রস্তাব নিয়ে ২ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।
কোন সমীক্ষা না থাকলেও পাঁচ সংস্থার আনুমানিক চাহিদা ধরা হয়েছে ৫০০ মেগাওয়াট। এরমধ্যে পিডিবি, ২৭৫ মেগাওয়াট, ডিপিপিসি ১৫০ মেগাওয়াট, ডেসকো ১০মেগাওয়াট, আরইবি ৫০ এবং ওজোপাডিকো ১৫ মেগাওয়াট।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২৮, ২০১২
ইএস/সম্পাদনায়: মহিউদ্দিন মাহমদ, স্টাফ করেসপন্ডেন্ট