ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তীব্র লোডশেডিং কবলে মোহাম্মদপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ৩০, ২০১২

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের বিদ্যুতের ভূ-গর্ভস্থ তারে ফল্ট দেখা দিয়েছে। বিকল্প ফিডার দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কারণে তীব্র লোডশোডিংয়ের মুখে পড়েছে লালমাটিয়া, রিংরোড, আদাবর, শ্যামলী, মোহাম্মদীয়া হাউজিং, শ্যামলী, কল্যাণপুর।



শুক্রবার সকালে ভূ-গর্ভস্থ তার বিচ্ছিন্ন হওয়ার ৩০ ঘন্টা পার হলেও মেরামত করতে পারেনি বিদ্যুৎ বিতরণ সংস্থা- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

মোহাম্মদপুর মোহাম্মদীয় হাউজিংয়ের বাসিন্দা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে তারা সর্বোচ্চ ৪ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন। বাকি রাতটি কেটেছে লোডশেডিংয়ের মধ্যে। বিদ্যুতের অভাবে পানির মটর চালাতে পারেননি। যে কারণে শনিবার গোসল ছাড়াই কর্মস্থলে যেতে হয়েছে।  

মোহাম্মদীয় হাউজিংয়ের (বাসা ১০৯) বাসিন্দা গৃহিনী শাকিলা ইসলাম বাংলানিউজকে জানান, কি কষ্টে যে শুক্রবার রাত পার করেছি। তা আল্লাহ জানে। শনিবার রাতেও ঠিকমত বিদ্যুৎ পাবো কিনা বলতে পারছি না। সন্তানদের নিয়ে চরম কষ্টে আছি।

কি কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে তিনি কিছুই জানেন না। কন্ট্রোল রুমে ফোন দিলেও তারা ধরছে না।

ডিপিডিসির মহাব্যবস্থাপক ( উত্তর) মঞ্জুরুল এহসান বাংলানিউজকে জানান ভূ-গর্ভস্থ ক্যাবল ফল্ট হলে বিদ্যুৎ সঞ্চালনে সমস্যা হয়। শনিবার দুপুরের আগেই মেরামত করা হয়েছে। এখন আর কোন সমস্যা নেই।

তবে ডিপিডিসির মহাব্যবস্থাপকের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে গৃহিনী শাকিলা ইসলাম জানান, পরিস্থিতি এখনও (সন্ধ্যা ৭টা) পর্যন্ত কোনই উন্নতি হয়নি।

বাংলাদেশ সময় : ২০৩৭ ঘণ্টা, জুন ৩০, ২০১২
ইএস/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।