ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

এলপি গ্যাসের দাম বাড়ল ৮ টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এলপি গ্যাসের দাম বাড়ল ৮ টাকা

ঢাকা: আবার বাড়ল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাসের (এলপিজি) দাম।  

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বেড়ে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

আজ রোববার (৩ মার্চ) নতুন এ দর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।  

এর আগে ফেব্রুয়ারি মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৭৪ টাকা।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১২৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে।

যদিও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।  

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ টাকা ৫ পয়সা। যা গত মাসে ছিল ৬৭ টাকা ৬৮ পয়সা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।