বগুড়া: বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও বিদ্যুৎ খাতে লুটপাট বন্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শনিবার বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত নেতারা অবিলম্বে সরকার ঘোষিত অযৌক্তিক বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল ও বিদ্যুৎ খাতে সকল ধরনের লুটপাট বন্ধের দাবি তুলে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম পান্না, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আইয়ুব উদ্দিন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, সবুর সওদাগর, হাবিবুর রহমান বিপুল, রাজিব প্রমুখ অংশ নেন।
এর আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
টিএমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর