ঢাকা: গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হলে শাহ গদি নামের চট্টগ্রামের একটি সিএনজি স্টেশনে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লিমিটেডের এক আপিল আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রোববার এ রায় দেন।
আদালতে ওই সিএনজি স্টেশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম ও মিজানুল হক চৌধুরী। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট হাসান মোহাম্মেদ রিয়াদ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লিমিটেডের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাডভোকেট হাসান মোহাম্মেদ রিয়াদ সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ২১ মে সরকারের সম্মতিপত্র নিয়ে চট্টগ্রামের পটিয়ায় শাহ গদি নামের একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণ শুরু করে। কিন্তু সরকার সময়মতো ওই স্টেশনে গ্যাস সংযোগ দেয়নি। জানতে চাইলে কর্তৃপক্ষ সরকারের নিষেধাজ্ঞা আছে বলে জানায়। যদিও সিএনজি স্টেশনকে সম্মতিপত্র দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে গ্যাস সংযোগে নিষেধাজ্ঞা (২০০৯ সালের ২১ জুলাই) দেওয়া হয়। এরপর সিএনজি স্টেশনের পক্ষ থেকে গ্যাস সংযোগের নির্দেশনা চেয়ে রিট আবেদন করে।
এর প্রেক্ষিতে হাইকোর্ট দুই মাসের মধ্যে সংযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানিতে উভয়পক্ষ একমত হলে ২০১১ সালের ২৭ জুলাই হাইকোর্ট গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হলে চট্টগ্রামের শাহ গদী সিএনজি স্টেশনে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দিতে বলে রায় দেন।
তিনি জানান,এ রায়ের ৫৮৫ দিন পর আপিল করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লিমিটেড। এ আপিলের শুনানিতে তারা বলেছেন- শাহ গদীকে সংযোগ দিলে অন্য স্টেশনকেও সংযোগ দিতে হবে। বিষয়টি সঠিক নয়। আমরা শুনানিতে বলেছি, হাইকোর্টের রায়ে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সংযোগের স্বাভাবিক প্রক্রিয়া শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে শাহ গদীকে সংযোগ দিতে বলেছেন।
এরপর আপিল বিভাগ রোববার আবেদনটি নিষ্পত্তি করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।
অ্যাডভোকেট হাসান মোহাম্মেদ রিয়াদ আরো জানান, আপিল বিভাগ বলেছেন, এ রায় শুধুমাত্র শাহ গদী সিএনজি স্টেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য কোনো সিএনজি স্টেশনের ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে না।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
এমইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com