ঢাকা: ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এনটিপিসি(ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন) আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার হোসেন ও এনভিভিএন(এনটিপিসির সহযোগী প্রতিষ্ঠান)এর পক্ষে প্রতিষ্ঠানের সিইও নন্দ কিশোর শর্মা একটি পাওয়ার পার্চেজ চুক্তি(পিপিএ) স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান(বিপিডিবি)ও এনভিভিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে এনটিপিসি আগামী ২৫ বছর বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিমাসে বাংলাদেশে ২৫০ মোগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।
দুই দেশের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন সরাসরি বিদ্যুৎ সরবরাহ আন্ত:সংযোগ কেন্দ্রের মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এছাড়া বিপিডিবি ভারত থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যু ক্রয় করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর