ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাজশাহীতে জ্বালানি তেল ও গ্যাস সংকট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
রাজশাহীতে জ্বালানি তেল ও গ্যাস সংকট

রাজশাহী: টানা তৃতীয় দিনের মতো কেরোসিন ও গ্যাস সিলিন্ডার সংকট যাচ্ছে রাজশাহীতে। মহানগরীর বিভিন্ন ডিপো, বাজারের খুচরা কিংবা পাইকারী দোকানেই মিলেনি এ জ্বালানি।



এর আগে গত বৃহস্পতিবার বাড়তি দামে কেরোসিন ও গ্যাস সিলিন্ডার মিললেও শুক্রবার সন্ধ্যার পর থেকে একেবারেই বাজার থেকে তা উধাও হয়ে গেছে। যে কারণে রোববারও কোথাও কোথাও গ্যাস পাওয়া যায়নি। ফলে বেকায়দায় পড়েছেন মহানগরবাসী।

বিক্রেতা ও সরবরাহকারীরা বলছেন, অবরোধ শেষে গ্যাস আসতে শুরু করেছে মঙ্গলবারের মধ্যে সর্বত্র গ্যাস ও কেরোসিন পাওয়া যাবে।

রাজশাহী মহানগরীর হালিমা এজেন্সির বিক্রয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, অবরোধের কারণেই এ সংকট তৈরি হয়েছে। দুই এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।