ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ৪৫ দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোলার প্যানেল ছাড়াই বিদ্যুৎ সংযোগের দাবি জানান রিহ্যাব প্রতিনিধিরা।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে রিহ্যাব প্রতিনিধিরা আরও দাবি জানান, ভবন নির্মাণকালে বিদ্যুতের উচ্চ দরের পরিবর্তন করে বিদ্যুতের দাম বাণিজ্যিক দরে আদায় করা হোক। একই সঙ্গে তারা হয়রানি ছাড়া দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিও জানান মন্ত্রীর কাছে।
মন্ত্রী রিহ্যাব প্রতিনিধিদের আশ্বাস দিয়ে বলেন, সোলার প্যানেল শহরাঞ্চলে নয়, কোস্টাল এরিয়া বা জাতীয় গ্রিডের আওতায় না থাকা অঞ্চলগুলোতে ব্যবহার করা যায়। আর ৪৫ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি এর মধ্যে বিদ্যুৎ সংযোগ না পাওয়া যায় তবে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪