ঢাকা: দেশের গ্রামীণ মানুষের বিদ্যুৎ চাহিদা মেটাতে ৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। সহজ শর্তে ২ কোটি ৫০ লাখ গ্রামীণ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে বিশ্বব্যাংক এই অর্থায়ন করবে।
শুক্রবার বিশ্বব্যাংক বোর্ড এর অনুমোদন করেছে বলে জানা গেছে।
বিশ্ব ব্যাংক বলছে, দশ বছর গ্রেস পিরিয়ড থাকবে। সুদের হার হবে দশমিক ৭৫ শতাংশ। আর ৪০ বছরে এই দায় পরিশোধ করতে হবে।
মূলত গ্রামে বিদ্যুৎ সরবরাহ করতে যে কারিগরী ক্ষতি হয় তা সংস্কারে এ অর্থ ব্যবহার করতে পারবে সরকার। যাতে করে তারা আরো বেশি বিদ্যুৎ পান।
এ বিষয়ে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের আবাসিক প্রধান জোহান্স জুত বলেন, বিদ্যুৎ সুবিধা প্রবৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বিদ্যুৎ মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করে। বিশেষ করে নারী সমাজের জন্য। এতে করে নারীরা সিদ্ধান্ত গ্রহণের মধ্যে আসতে পারছেন।
এ ঋণের ফলে দারিদ্র্য কমবে এবং প্রবৃদ্ধি বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ব ব্যাংকের তথ্য মতে, বাংলাদেশের ৪২ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। তবে সরকার বলছে, ৫৫ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪