সিলেট: শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট নয় ঘণ্টা বিভাগীয় নগরী সিলেট ছিল বিদ্যুৎহীন।
প্রধান বাণিজ্যিক এলাকা জিন্দাবাজার, বন্দর, চৌহাট্টা-আম্বরখানা এলাকায় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি ছিল চরমে।
বিদ্যুৎ বিভাগ জানায়, মেরামত কাজের জন্য নগরীর প্রায় ৮০ ভাগ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই শনিবার সকাল আটটা থেকে নগরীর বেশির ভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পরে বিকেল পাঁচটায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে করে দিনের উল্লেখযোগ্য সময় বিদ্যুৎ না থাকায় বাণিজ্যিক কাজ ও বাসা-বাড়ির নিত্যকাজ আটকে ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নগরীর আম্বরখানায় ৩৩ কেভি লাইনে সমস্যা দেখা দেওয়ায় নতুন লাইন লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪