ঢাকা: এখন দাম না কমলেও ভবিষ্যতে বিদ্যুতের দাম কমবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান।
বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী গণশুনানি শেষে তিনি এ-মন্তব্য করেন।
বিইআরসি চেয়ারম্যান এ আর খান বলেন, বিগত সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সময় বলা হয়েছিল, ২০১৪ সালে এর দাম কমবে। আমি সেকথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, এখন না হলেও ভবিষ্যতে বিদ্যুতের দাম কমবে।
মোবাইলের কল রেটের উদাহরণ দিয়ে সাবেক এই সচিব বলেন, আগে মোবাইলের কল রেট বেশি ছিল কিন্তু এখন তা অনেক কম।
এ আর খান বলেন, সবচেয়ে কম রেটে হাইড্রো বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ পাওয়া যায়। এর মধ্যে দ্বিতীয় ধাপে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ রয়েছে। কিন্তু আমাদের হাইড্রো বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সামান্য থাকলেও পরমাণু বিদ্যুৎ নেই। তৃতীয় ধাপে কয়লা ভিত্তিক বিদ্যুৎ থাকলেও আমরা এখনো সেভাবে তা কাজে লাগাতে পারি নি।
বাংলাদেশ সময়: ১৪৫২ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪
** আরইবির বিদ্যুতের দাম ৩.৪৮ ভাগ বাড়ানোর সুপারিশ
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪