ঢাকা: গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়ালে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মী’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এ হুমকি দেন তারা।
বক্তারা বলেন, সরকার ইচ্ছামতো দেশের সম্পদের দাম বাড়িয়ে গরীবকে নিঃশেষ করে দিচ্ছে। দেশের সম্পদ বিদেশেও পাচার করা হচ্ছে।
সরকারকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করেন, সরকার দেশকে গুম ও খুনের রাজনীতিতে পরিণত করছে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সাংবাদিক ছারাকার আবু সালেহ, চিত্রনাট্যকার যোসেফ শতাব্দি, ছড়াকার ঢালী মো. দেলোয়ার, আমিনুল ইসলাম মামুন, কবি আবু জোবায়ের, কামরুল হাসান ও প্রমরাজ প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪