চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর ইসলামপুরের চৌরি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী আরবান প্রকলেপর আওতায় ৫০ লাখ টাকা ব্যয়ে রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র মওলানা আব্দুল মতিন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিক্রয়-বিতরণ-১ ও ২ এর জাকির হোসেন এবং রুহুল করিম, ওয়ার্ড কাউন্সিলর শরিফা খাতুন বেবী, আফজাল হোসেন পিন্টু, আখতার কবীরসহ অন্যরা।
পৌর এলাকার এই প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ ২৭ বছর পর এলাকায় ৩ কিলোমিটার ১১ হাজার কেভি ও প্রায় ৪ কিলোমিটার সাধারণ লাইন স্থাপনের মাধ্যমে ২শ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছোনো সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং বিরোধী দলের সমালোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪