ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সিলেটে বিপর্যয় কাটিয়ে সচল পিজিসিবির ৭ সাবস্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
সিলেটে বিপর্যয় কাটিয়ে সচল পিজিসিবির ৭ সাবস্টেশন

সিলেট: সিলেটে বিপর্যয় কাটিয়ে সচল হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সাতটি সাবস্টেশন।

শনিবার (০১ নভেম্বর) সকাল ১১টা ২৯ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশের মতো সিলেটেও বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।

এতে সিলেট বিভাগে পিজিসিবির আওতাধীন সাতটি সাবস্টেশন- ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের শাহজিবাজার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া, সিলেটের ফেঞ্চুগঞ্জ, নগরীর কুমারগাঁও এবং সুনামগঞ্জের ছাতক স্টেশন বন্ধ ছিল। ফলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্তর্গত এলাকাগুলোতে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী আফছারুল হক নাজনী বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা আড়াইটার দিকে একে একে পুনরায় বিভাগের সাতটি সাবস্টেশন চালু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।