দিনাজপুর: দাবি আদায়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের সব জেলায় এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
ফুলবাড়ীতে আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে এশিয়া এনার্জির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জির প্রধান গেরি এন লাইকে গ্রেফতার, বড় পুকুরিয়া খনি উন্মুক্ত করার ষড়যন্ত্র বন্ধ ও ২০০৬ সালে সম্পাদিত ৬ দফা চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ীতে সংগঠনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদুল্লাহ্।
বিকেল ৩টায় ফুলবাড়ী শহরের উবর্শী সিনেমা হলের সামনে এ সমাবেশ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে জাতীয় কমিটির নেতাকর্মীরা ছাড়াও ফুলবাড়ীর বিপুলসংখ্যক সাধারণ মানুষ যোগ দেয়।
সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মোহাম্মদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ী শাখার সদস্য সচিব ও পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪