ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মঠবাড়িয়ায় গ্যাসের সন্ধান!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মঠবাড়িয়ায় গ্যাসের সন্ধান! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাটি পরীক্ষা করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সূর্যমণি গ্রামের কৃষিজমিতে মাটি পরীক্ষা করতে গিয়ে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।



মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার মঠবাড়িয়া পৌরসভার পানি শোধনাগারের জন্য অধিগ্রহণ করা জমির মাটি পরীক্ষার জন্য ৬০ ফুট পাইপ বসিয়ে মাটির নমুনা সংগ্রহ করা হয়। এ সময় হঠাৎ বুদ বুদ শব্দ করে গর্তের মুখ দিয়ে গ্যাস বের হতে থাকে। দিয়াশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে সেখানে আগুন জ্বলতে থাকে। এরপর স্থানীয় লোকজন গর্তের মুখে একটি পাইপ বসিয়ে চারপাশ মাটি দিয়ে ঢেকে দেন।  

মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক বলেন, মাটি পরীক্ষা করার সময় হঠাৎ গর্ত দিয়ে গ্যাস বের হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে ইউএনও এস এম ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।