ঢাকা: ৫৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪টি নতুন বিদ্যুৎকেন্দ্র বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরৗ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কড্ডা, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ, ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটিয়া এবং ৫২ দশমিক ২ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জাঙ্গালিয়া বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কোটালীপাড়ায় ৬ হাজার পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসই/এএসআর