ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বদরগঞ্জে বিদ্যুৎ সপ্তাহ পালিত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বদরগঞ্জে বিদ্যুৎ সপ্তাহ পালিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরের বদরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) সকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-২ এর বদরগঞ্জ অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

রংপুর: রংপুরের বদরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) সকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-২ এর বদরগঞ্জ অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বদরগঞ্জ অফিস হলরুমে ডিজিএম শওকাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- এজিএম ফরিদ আল-দ্বীন, জুনিয়র প্রকৌশলী নাইম বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শ্যামল লোহানী, রেজাউল করিম সরকার, সাইদুজ্জামান রিপন, পল্লীবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।