শনিবার (০৪ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোনেট এক্সিভিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত তিন দিনব্যাপী অষ্টম বিডি এক্সপো অ্যান্ড ডায়লগ-২০১৭ এর সমাপনী আলোচনায় সভায় ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বিপু বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের দিকে এগুচ্ছে।
বায়ু থেকেও বিদ্যুৎ উৎপাদনের চিন্তা সরকারের রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বায়ু পরিমাপ শুরু করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। দেশের কোন কোন অঞ্চলে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায় সে বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে আমরা বায়ু পরিমাপের ফলাফল পেয়ে যাবো।
তিনি আরও বলেন, সোলার প্যানেল কীভাবে আরও সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাছাড়া শুধু গ্রাম অঞ্চলে নয় আরবান সাইডেও কীভাবে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই বিষয়টি নিয়েও আমাদের কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালিরা জন্মগতভাবেই সৃজনশীল। আমার মনে হয় তাদের সৃজনশীল আইডিয়াগুলো সম্মুখে আনার জন্য ‘বিডি এক্সপোর’ এ ধরণের আরও এক্সপো আয়োজনের প্রয়োজন রয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সাসটেইনেবল ডিজাইন, গ্রিন ট্রি বিল্ডিং এনার্জি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অনুরাগ বাজপেয়ী, বাংলাদেশ ইনফাস্টাকচার ফিনাস ফান্ড লিমিটেডের সিও এস এম ফরমানুল ইসলাম ও এক্সপোনেট এক্সিভিশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এস কে মো. রাশেদুল হক প্রমুখ।
বৃহস্পতিবার (০২ মার্চ) থেকে শুরু হওয়ায় তিন দিনব্যাপী বিডি এক্সপোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সর্বমোট ২১৫টি কোম্পানির স্টল অংশ নেন। শনিবার (৪ মার্চ) রাত ৮টায় বিডি এক্সপো শেষ হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএ/আরআইএস/বিএস