তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এক সময় এদেশে বিদ্যুতের জন্য আন্দোলন হতো।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিপু এসময় বলেন, কেরানীগঞ্জে আইটি পার্ক হবে। কেরানীগঞ্জে এক সময় সাংস্কৃতিক চর্চা ছিল। এখন তা হারিয়ে যাচ্ছে। কেরানীগঞ্জের মহিলা কলেজ-স্কুলগুলোর অবস্থান ও ঐতিহ্য বজায় রাখতে হবে। কেরানীগঞ্জের চারটি স্কুল সরকারি করেছি। আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করতে সরকারের কাছে দাবি জানানো হবে।
এসময় উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর স্ত্রী সীমা হামিদ, উপজেলার আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।
এর আগে সকাল ৯টার কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কদমতলী গোলাচত্বর, জিনজিরা বাসরোড ও আগানগর হয়ে কলেজ গেটে গিয়ে শেষ হয়। রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিকেলে কলেজের স্মরনীকার মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরবি/এসআই