পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর তত্ত্বাবধানে কোরিয়ার প্রতিষ্ঠান জিএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন করপোরেশন টার্নকি পদ্ধতিতে লাইনটি নির্মাণ করবে।
বুধবার (২৪ মে) পিজিসিবি প্রধান কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে সঞ্চালন লাইনটি নির্মাণের কাজ শেষ হবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এ লাইনটি নির্মাণ করতে ব্যয় হবে ১,৪১২ কোটি টাকা।
এ লাইনের মাধ্যমে পটুয়াখালীর পায়রা, বাগেরহাটের রামপাল ও পাবনার রূপপুরে নির্মাণাধীন ও আসন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গোপালগঞ্জ হয়ে দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন করা হবে। এছাড়া ভবিষ্যতে ওই এলাকায় আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলেও তা এ সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সঞ্চালন করা সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকউল্লাহ, চৌধুরী আলমগীর হোসেন, মো. এমদাদুল ইসলাম ও পরেশ চন্দ্র রায়, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক মৃনাল কান্তি পালসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
জুয়েল/জেডএস