শনিবার (১৯ আগস্ট) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম।
ম. তামিম বলেন, গ্যাসের দাম বেড়ে গেলে বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।
তিনি বলেন, শুধু ৫'শ এলএনজি যুক্ত হওয়ার ফলে বিদ্যুতের উৎপাদন খরচ ২০ সেন্টে গিয়ে দাড়াঁবে। দেশীয় গ্যাস কমে যেতে থাকবে, শেয়ার বাড়বে এলএনজির। আর সমান তালে বাড়বে বিদ্যুতের উৎপাদন খরচ।
এফইআরবি'র চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিইআরসির সদস্য মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসআই/এএ