ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরার গাজীপুর গ্রাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরার গাজীপুর গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন মোস্তাক আহমেদ রবি

সাতক্ষীরা: বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রাম।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সুইচ টিপে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

এর মাধ্যমে গাজীপুর গ্রামে বাণিজ্যিক ৬টিসহ দেড়শ’ পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেল।

উদ্বোধনী অনুষ্ঠানে ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, সদর থানার ভারপ্রাপ্ত মারুফ আহম্মদ, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিদ্যুতায়নের বিকল্প নেই। এজন্য জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় তিনি ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে বিদুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।