সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের মুক্তি হলে প্রজেক্ট বাস্তবায়নে বি-আর পাওয়ার জেন লিমিটেড ও চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনর মধ্যে এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মিরসরাই ১৫০ মেগাওয়ার্ড ডুয়েল-ফুয়েল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ৮৯০ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৬৫৫ টাকা।
এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস বলেন, বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ। সরকার উদ্যোগ নিয়ে ভূমি কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। অর্থনৈতিক উৎপাদন নির্ভর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উপর। তাই মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতেই এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।
বি-অার পাওয়ার জেন লিমিডেটের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম অাজাদ, বেজার নির্বাহী চেয়ারম্যান পাবন চৌধুরী, বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, সিনোহাইড্রো করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জিও কিউমিং প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এমসি/ওএইচ/