মঙ্গলবার (৬ মার্চ) দিনব্যাপী উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে ১২০ জন গ্রাহকের আবেদনের সঙ্গে সঙ্গে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন উপস্থিত থেকে এসব মিটার সংযোগ দেন।
ফারজানা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, এ কর্মসূচি ২২ মার্চ পর্যন্ত চলবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে অফিস স্থাপন করে এ কর্মসূচি চালানো হবে।
তিনি বলেন, প্রথম বারের মতো এ প্রদ্ধতি চালু হওয়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষা করা গেছে। তাছাড়া, এতো তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে।
এসময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া, জুনিয়র ইঞ্জিনিয়ার আলতাফসহ পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
জিপি