ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দেশের ৩১ পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনলাইন আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
দেশের ৩১ পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনলাইন আবেদন অনলাইন বিদ্যুৎ সংযোগ কার্যক্রম সংক্রান্ত কর্মশালা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: দেশের ৩১টি পল্লী বিদ্যুৎ সমিতিতে অনলাইনের মাধ্যমে গ্রাহকরা আবেদন করতে পারছেন।

শনিবার (৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে অনলাইন বিদ্যুৎ সংযোগ কার্যক্রম সংক্রান্ত কর্মশালায় এ কথা জানান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মাহাবুবুল বাশার।  

তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি আবেদন গ্রহণ এবং বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে।

দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ১৭টিতে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের আবেদন চালু রয়েছে। শনিবার থেকে আরও ১৪টি সমিতিতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আগামী আগস্টের মধ্যে দেশের সবগুলো সমিতিতে এই সুবিধা চালু হবে।  

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (আইসিটি) হেদায়েতুল ইসলাম এবং পরিচালক (কেন্দ্রীয় অঞ্চল) অরুণ কুমার চৌধুরী।

কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।