ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ডামুড্যায় ৪শ’ পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ডামুড্যায় ৪শ’ পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ  বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি ও ভয়রা গজারিয়া গ্রামে ৮ কিলোমিটার নতুন বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া হয়েছে। ফলে ৪শ’ পরিবার পেয়েছে নতুন বিদ্যুৎ সংযোগ।  

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিদ্যুতের নতুন লাইন সংযোগ উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।  

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

আজ বাংলাদেশের ৯০ শতাংশ মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হতে বেশি দিন লাগবে না।  

এ সময় আরো বক্তব্য রাখেন-ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর মাঝি, ডামুড্যা উপজেলা আওয়মী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দীন আহম্মদ, সহ সভাপতি চৌধুরী জাহাঙ্গীর আলম, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. সোহরাব আলী বিশ্বাস, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন ও পুর্ব ডামুড্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম দেওয়ান।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।